কাহারোল থেকে সুকুমার রায়,
কাহারোল উপজেলায় খাদ্য নিরাপদতা শীর্ষক সেমিনার-২০২১ অনুষ্ঠিত। ৩ জানুয়ারি ২০২১ রবিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিব বর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জন সচতেনতা সৃষ্টির লক্ষে খাদ্য নিরাপদতা শীর্ষক সেমিনার-২০২১ অনুষ্ঠিত হয়। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মোঃ সাদেক, কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মোঃ আল কামাহ্ তমাল, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলী, নিরাপদ খাদ্য অফিসার দিনাজপুর মোঃ মুসফিকুর রহমান ও নমুনা সংগ্রহ সহকারী হারুনুর রশিদ প্রমূখ।
Leave a Reply