কাহারোল থেকে সুকুমার রায়,
কাহারোল থানা পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ২ জানুয়ারি রাত ১০ টার দিকে কাহারোল থানার তদন্ত অফিসার ইনচার্জ বিশ্বনাথ দাশগুপ্তের নেতৃত্বে ও এস আই মিল্টন, রবিউল ইসলাম ও মোঃ হান্নানের সহযোগিতায় উপজেলার ভেলয়া গ্রামে সালাম-কালামের বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মোঃ রিয়াজ আলীকে গ্রেপ্তার করেছে। কাহারোল থানা অফিসার ইনচার্জ ফেরদৌস আলী জানান, গ্রেপ্তারকৃত মোঃ রিয়াজ আলী (২৫) পিতাঃ আজিজুল হক, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার উত্তর সুজালপুর গ্রামের বাসিন্দা। তিনি আরো জানান গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে বীরগঞ্জ থানায় তিনটি মামলা রয়েছে এবং কাহারোল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃত আসামী রিয়াজের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ০২ ।
Leave a Reply