ওবাইদুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানকে প্রেসক্লাবের উদ্যোগে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারী) সকালে পলাশবাড়ী প্রেসক্লাবের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়
প্রেসক্লাবের পক্ষ থেকে।
প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাজিবুর রহমান স্বপনের সঞ্চালনয় ও সাবেক সভাপতি ফজলুল হক দুদু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধাব অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান। এছাড়াও বক্তব্য রাখেন পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকার সহ-সভাপতি আশরাফুজ্জামান, সাবেক সহ-সভাপতি মোশফেকুর রহমান মিল্টন, সদস্য সাদেকুল ইসলাম রুবেলসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সাধারণ সম্পাদক তার বক্তব্যের সময় কান্নায় ভেঙে পড়ে, এসময় তিনি কান্না জনিত কন্ঠে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সাফল্য কামনা করেন। অনুষ্ঠান শেষে বিদায়ী ইউএনওকে ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply