ওবাইদুল ইসলাম, গাইবান্ধা: দেশের ও জনগণের কল্যাণে নানাবিধ জনসেবামূলক কর্মকান্ডের অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশের সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্ত ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন গাইবান্ধা আর্মি ক্যাম্পের উদ্যোগে গেল তিন দিন থেকে জেলায় বিভিন্ন অঞ্চলের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন।
বৃহস্পতিবার বার (৮জানুয়ারী) সকালে গাইবান্ধা আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে অসহায়-দুস্থ শীতার্থদের মাঝে উল্লেখযোগ্য সংখ্যক শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রোকনউজ্জামান জয়, লেফটেন্যান্ট রাফিয়াল রিজভী, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল হামিদ সহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা এবং বেসামরিক কর্মকর্তাগণ। সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র পেয়ে খুশি শীতার্ত মানুষ, সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা।
Leave a Reply