কহিনুর বেগম,পটুয়াখালী: পটুয়াখালী জেলার বাউফল প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩০.১২.২৪ইং তারিখ রোজ সোমবার  সকালে বাউফল প্রেসক্লাবে বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলয়নায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবে মোট ৪৪জন সদস্য ভোটার ছিলেন। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টায় শেষ হলে ভোট গননার পর বাউফল প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার (অ. দ.) প্রতীক কুমার কুন্ডু নির্বাচনী ফলাফল ঘোষনা করেন।
এতে সভাপতি হিসেবে নিবার্চিত মো. জলিলুর রহমান (আমার দেশ), সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে মো. জসিম উদ্দিন (মানবকণ্ঠ), যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে মো. মনিরুজ্জামান হিরোন (সকালের সময়)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবার্চিত ১০ জন। তারা হলেন, সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন (প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ মো. ফারুক হোসেন( গণদাবী), দপ্তর সম্পাদক পিয়াল হাসান (সময়ের আলো), নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম (ইনকিলাব), উত্তম কুমার (বিজয় টিভি),মু: মনজুর মোর্শেদ (নিউ নেশন), কার্যনির্বাহী পদে মোঃ কামরুজ্জামন বাচ্চু (জনকন্ঠ), এবিএম মিজানুর রহমান (প্রথম আলো), মোঃ. আবু সুফিয়ান (সংগ্ৰাম), কামরুল হাসান (যায় যায় দিন)।
                     
					
					
Leave a Reply