ওবাইদুল ইসলাম,গাইবান্ধা: ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুন্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা গাইবান্ধা রাইজিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা পরিষদের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জুলাই বিপ্লবে নিহতদের আত্মার মাগফরাত কামনায় সুরা ফাতেহা পাঠ করা হয় এবং তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ন আহবায়ক ডক্টর আতিক মুজাহিদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাফিদ ভূইয়া, সংগঠক মোহাম্মদ মাহমুদ নাসের, মাহমুদ মোত্তাকিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছে। ছাত্র জনতা যদি মনে করেন আরেকটি রাজনৈতিক দল হওয়া দরকার তখন এখান থেকেই আরেকটি রাজনৈতিক দল সংগঠিত হবে। তবে জাতীয় নাগরিক কমিটি কোন রাজনৈতিক দল নয় এটি একটি রাজনৈতিক উদ্যোগ।
Leave a Reply