বগুড়া থেকে মোঃ সবুজ মিয়া,
বগুড়ার সোনাতলা থানা পুলিশ কর্তৃক কারা ও অর্থদন্ড প্রাপ্তপলাতক আসামী গ্রেফতার করেছে। উপজেলার কানুপুর পশ্চিম পাড়া সাহাপাড়া গ্রামের নবাব আলী শেখের ছেলে নুরুন নবী শেখের নিকট পৌর এলাকার আগুনিয়াতাইড় খানপাড়া গ্রামের তনু খাঁনের ছেলে জিল্লুর রহমান খান গত ৬ বছর পূর্বে বিদেশ যাওয়ার জন্য প্রায় ১১ লক্ষ টাকা প্রদান করে।নুরুল নবী শেখ বিদেশ পাঠানো নিয়ে বিভিন্ন তাল বাহানা করতে থাকে। বাদী জিল্লুর রহমান তার নিকট থেকে সমপরিমাণ টাকার একটি চেক নেয়।
চেকটি ডিজঅনার করে ২০১৮ সালে বগুড়া আদালতে একটি মামলা দায়ের করে (মামলা নং-৩০৯/১৯)। ঐ মামলায় আদালত ১৩৮ ধারা মোতাবেক আসামী নুরুল নবী শেখকে ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১১,১০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করে গ্রেফতারী পরোয়ানা জারী করে।
পুলিশের গোয়েন্দা সংস্থা গোপনসূত্রে খবর পেয়ে সোনাতলা থানার এসআই আব্দুর রহিম সঙ্গী ও ফোর্স সহ বগুড়া সাতমাথা এলাকা থেকে দুপুর ২ঘটিকায় পলাতক আসামী নুরুল নবীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
Leave a Reply