লালমনিরহাট থেকে মো.হাসমত উল্ল্যাহ,
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী মর্তুজা ফিলিং স্টেশন এলাকায় বাসের ধাক্কায় পারুল বেগম (৪৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় বাস উল্টে আহত হয়েছেন ১০ জন। (২ই ডিসেম্বর)২০২০ইং বুধবার দুপর ১.৩০ টার দিকে লালমনিহাট-বুড়িমারী মহাসড়কের ভোটমারী মর্তুজা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পারুল বেগম(৪৪),মোকছুদার রহমানের স্ত্রী গ্রাম মুসরত মদাতী উপজেলা কালীগঞ্জ জেলা লালমনিরহাট। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ও পুত্রবধূসহ আরও ১০ জন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে স্ত্রী ও পুত্রবধূকে নিয়ে হাতীবান্ধায় ছেলের শশুর বাড়ীতে দাওয়াত খাইতে যাচ্ছিলেন মোকছুদার রহমান। পথেমধ্যে ভোটমারী মর্তুজা ফিলিং স্টেশন এলাকায় সামন দিক থেকে আসা লালমনিরহাট গামী একটি যাত্রীবাহী বাস তাদেরকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রোডে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী পারুল বেগম মারা যান। গুরুতর আহত হন মোটরসাইকেল চালক মোকছুদার রহমান ও তার পুত্রবধূ। বাসটি উল্টে পড়ে যাওয়ায় ১০ জন যাত্রী আহত হয়েছেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আশঙ্কাজনক অবস্থায় আহত মোটরসাইকেল ও বাসের দুই আরোহীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্ব থাকা ডা. তৈহিদুর রহমান জানান, আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
Leave a Reply