লালমনিরহাট থেকে মোঃহাসমত উল্ল্যাহ,
লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলায় কৃষক ও দিন মুজুরা গম চাষে ব্যস্ত হয়ে পরেছে। ভালো বীজের ভালো ফলনেরর ছোয়া লেগেছে গ্রাম বাংলার কৃষকদের ভালো ফলনের আশায় কালীগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়নের কৃষকরা কালীগঞ্জ কৃষি অফিস থেকে বীজ ও সার সংগ্রহ করেন। গত ৩০শে নভেম্বর২০২০ইং কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস থেকে ৮টি ইউনিয়নের ১৭০জন কৃষক প্রতিজন পেয়েছে ২০কেজি গম ১০কেজি ডিওপি ১০কেজি পটাশ।
কালীগঞ্জ উপজেলার কৃষি অফিসার সৈয়দাা সিফাত জাহান,বলেন কৃষকদের নিয়ে প্রতিমাসে মিটিং করি এবং কৃষকদেরকে কৃষী উপাদনে তথদেই ভালো বীজে ভালো ফলন হয়। এবং রোগ বালাই কম হয়। কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের গম,ডিওপি,পটাশ সার নিয়েছেন এক জন কৃষক মোঃজহুরুল ইসলাম এর সাথে কথা বলে জানাযায় গত বছর অফিসের বীজ নিয়ে আমার ২৭শতাংশ মাটিতে গম হয় ১০মণ তাই সকল কৃষক ভাইদের বলি সবাই ভালো বীজ দিয়ে কৃষি আবাদ করেন।
Leave a Reply