লালমনিরহাট থেকে মো.হাসমত উল্ল্যাহ,
লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি)সুমন কুমার মহন্তর নেতৃত্বে, এস আই /এ এস আই সঙ্গীয় ফোর্স সহ গভির রাতে অভিযান চালিয়ে সাউন্ড সিস্টেম ও মাইক আটক করেছে। পাটগ্রামের বহু জায়গায় কয়েকদিন যাবৎ একযোগে উঠতি বয়সের ছেলেরা উচ্চ শব্দে সারারাত ব্যাপী মাইক ও সাউন্ড বক্স বাজিয়ে পিকনিক আয়োজন করছে এতে করে চরম জনবিরক্তি ও জনসাধারণের ঘুমের ব্যাঘাত হওয়ায় তারা সরাসরি ৯৯৯ এর মাধ্যমে থানা পুলিশের স্মরনাপন্ন হচ্ছে। গত তিন দিন গভীর রাতে অভিযান পরিচালনা করে ৭ টি পিকনিক স্পটের সাউন্ড সিস্টেম ও মাইক আটক এবং কমপক্ষে ২০ টি পিকনিক স্পটের সাউন্ড সিস্টেম বন্ধ করে দিয়েছেন পাটগ্রাম থানার পুলিশ ।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি)সুমন কুমার মহন্তর,জানান বিশ্বব্যাপী কোভিড-১৯ এর ২য় ঢেউ চলছে। এজন্য সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার বাধ্যবাধকতা আছে। এছাড়া উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম বাজিয়ে গন উপদ্রব সৃষ্টি করা আইনানুগ অপরাধ। যেকোন সময় আপনার আদরের সন্তান আইনের আওতায় আসতে পারে এবং অবৈধভাবে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে সাউন্ড সিস্টেম পরিচালনা করায় বৈদ্যুতিক দূর্ঘটনায় তার প্রাণহানী পর্যন্ত ঘটতে পারে। তাই সময় থাকতে সন্তানের প্রতি যত্নবান হোন ও ডেকোরেটর মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি উঠতি বয়সের ছেলেদের কাছে সাউন্ড সিস্টেম ভাড়া দিবেন না। আপনার সাউন্ড সিস্টেম অবৈধ কাজে ব্যবহার হলে আপনিও আইনের আওতায় আসবেন এবং ক্ষতির সম্মুখীন হবেন।
Leave a Reply