স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্য জনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত কাল শুক্রবার দুপুরে পুরাতন ভবনের চিলে কোঠায় এ অগ্নীকান্ডের সূত্রপাত হয়।
আতঙ্কে ছুটোছুটি করতে থাকে রুগী ও স্বজনেরা। তবে জন জীবনের ক্ষয় ক্ষতির কোন খবর পাওয়া যায় নি।
খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনা স্থলে পৌছে গেট বন্ধ থাকার কারনে প্রায় ঘন্টা ব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। সিড়ির চিলে কোঠায় কিছু ডাস্ট জমা করা ছিলো, সেখানে ধুমপানের আগুনে অথবা বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগানের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার সিরাজুল ইসলাম।
তিনি আরো বলেন- গেট বন্ধ থাকার কারনে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে, শুধু জমানো ডাস্ট গুলোই পুড়েছে তেমন কোন ক্ষয় ক্ষতি হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক কর্মচারী এই প্রতিবেদককে বলেন- মেয়াদ উত্তির্ন ঔষধ, সিরিঞ্জ ও ঔষধের কার্টুন সহ বিভিন্ন মালামাল চিলে কোঠায় জমা করে তাহা কয়েক দিন পর পর বিক্রি করে কয়েক জনে, ওখানে আগুন লাগার বিষয়টি রহস্য জনক।
Leave a Reply