স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কদম বাড়ী এলাকা থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধ মানষিক ভারসাম্য হীন অবস্থায় কদমবাড়ী, পাড়াকাটা বাজার সহ বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন বলে জানিয়েছেন- ইউপি সদস্য বিমল গাইন।
ঘটনার দিন নিহতের লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ভাঙ্গারহাট নৌতদন্ত কেন্দ্র পুলিশ ঘটনা স্থলে পৌছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন- লাশটির নাম পরিচয় সনাক্ত করা যায়নি, ময়না তদন্ত শেষে বে-ওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলাম গোপালঞ্জের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply