স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি প্রকল্পের টাকা খরচ করে ব্যক্তি মালিকের জমিতে গৃহ ও ভূমিহীন পরিবারদের জন্য গুচ্ছগ্রাম নির্মানের অভিযোগ উঠেছে। ভূমি মালিকের বাধা উপেক্ষা করে ওই জমিতে গুচ্ছগ্রাম নির্মান করা হলেও সেখানে কোন পরিবার বসবাস করেনি।
কোটালীপাড়া উপজেলা প্রশাসন ওই জমিতে গুচ্ছগ্রাম নির্মান করতে গেলে জমির মালিকের বাধা উপেক্ষা এবং সরকারি সম্পত্তির দাবী করে গুচ্ছগ্রাম নির্মান করা হয়। অসহায় পরিবারদের জন্য সরকারি প্রকল্পের লাখ লাখ টাকা খরচ করে গুচ্ছগ্রাম নির্মান করা হলেও সেখানে কোন পরিবার বসবাস করতে যায়নি। উপজেলা কান্দি ইউনিয়নের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
গত শনিবার সরজমিন উপজেলার কান্দি ইউনিয়নের কান্দি গ্রামের ১ নম্বর ওয়ার্ডে গিয়ে বনজঙ্গলে ঢাকা দরজা-জানালা বিহীন অবস্থায় ৬টি ঘর দেখতে পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরে তথ্য সংগ্রহের জন্য যোগাযোগ করা হলেও তারা সাংবাদিকদের কোন তথ্য দিতে রাজি হয়নি।
ওই দপ্তরে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানিয়েছেন ২০১৮-১৯ অর্থ বছরে কান্দি গুচ্ছগ্রাম নির্মানের জন্য ২০ লক্ষাধিক টাকা বরাদ্দ হয়েছিল। তবে তিনি ঠিকাদারী প্রতিষ্ঠান সহ অন্যান্য কোন তথ্যই দিতে পারেন নি। ঘটনার বিবরণে জানা গেছে কান্দি ইউনিয়নের কান্দি গ্রামের ১ নম্বর ওয়ার্ডে ২০১৮-১৯ অর্থ বছরে ভূমি ও গৃহহীন পরিবারদের বসবাস করতে গুচ্ছগ্রাম নির্মানের জন্য প্রকল্প বাস্তবায়ন অফিসে বরাদ্দ দেওয়া হয়। উপজেলা প্রশাসন সহকারী কমিশনার ভূমি এর দপ্তর থেকে গুচ্ছগ্রামের নামে খাস জমি বরাদ্দ নিয়ে নির্মানের কাজ শুরু করতে যান। এ সময় ওই এলাকার আঃ মজিদ সরদারের ছেলে আকরাম সরদার তার ক্রয়কৃত সত্ব দখলীয় সম্পত্তি দাবি করে কাজে বাধা প্রদান করলেও উপজেলা প্রশাসন তার বাধা উপেক্ষা করে গুচ্ছগ্রাম নির্মানের কাজ চালিয়ে যায়।
ওই জমির মালিক আকরাম সরদার নিরুপায় হয়ে গোপালগঞ্জ সহকারী জজ আদালতে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাকে বিবাদী করে একটি মামলা দায়ের করলে দীর্ঘ চার বছর পরে বিজ্ঞ বিচারক ওই ব্যক্তি মালিকের পক্ষে ডিগ্রী প্রদান করেন।
এ ব্যপারে জমির মালিক আকরাম সরদার বলেন- আমি ওই জমি কান্দি গ্রামের বিপুল অধিকারী ও বিভুতি অধিকারীর কাছ থেকে ক্রয় করে ভোগদখলে ছিলাম। এক দিন উপজেলা থেকে সরকারি লোকজন
এসে তাদের জায়গা দাবি করে বালু দিয়ে ভরাট করতে থাকে। তখন আমি বাধা দিলেও তারা আমার কোন কথা শুনেননি। পরে আমি গোপালগঞ্জ সহকারী জজ আদালতে মামলা দিলে বিচারক আমার পক্ষে রায় প্রদান
করেছেন।
কোটালীপাড়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাসেদুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।
কোটালীপাড়া সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম এর সাথে কথা হলে তিনি বলেন- আমি নতুন এসেছি এ জমি আমাদের কিনা কাগজপত্র না দেখে বলতে পারবো না। তবে আমাদের সম্পত্তি হয়ে থাকলে আমরা উচ্চ আদালতে যাব।
কোটালীপাড়া নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন- গুচ্ছগ্রামের ঘর গুলো সঠিক ভাবে নির্মান করা হয়েছিল। কোন লোক বসবাস না করায় ঘরের দরজা জানালাগুলো ঝড়ে ভেঙ্গে গেছে। প্রতিপক্ষ মমলায় রায় পেয়েছে কিনা আমার জানা নেই। পরবর্তী সময়ে উর্দ্ধতন কর্তৃপক্ষ যে নির্দেশনা দিবেন সে ভাবেই ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply