স্টাফ রিপোটার,
লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।গত(১৬ নভেম্বর)সোমবার সকাল ৯ টায় কালীগঞ্জ উপজেলায় কর্মরত সিনিয়র ও জুনিয়র সাংবাদিকদের সমন্বয়ে মোট ৩০ জন সাংবাদিক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। কালীগঞ্জ প্রেসক্লাবে উপজেলা সাংবাদিক কল্যাণ সংস্থার আয়োজনে সভাপতি আমিরুল ইসলাম হেলাল’র সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান।
সাংবাদিকদের দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিক ছিলেন,গেরিলা লিডার এসএম শফিকুল ইসলাম কানু,সম্পাদক-লালমনিরহাট বার্তা, বিটিভি ও ইত্তেফাক’র জেলা প্রতিনিধি। আরজু মোঃ সাজ্জাদ হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা,কালীগঞ্জ থানা। সাংবাদিকতার মৌলিক বিষয়ে প্রধান প্রশিক্ষক ছিলেন মাহমুদুল হাসান, সহ-কারী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর।দিন শেষে রংপুর বিভাগের শ্রেষ্ঠ কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহাবুবুজ্জামান আহমেদ।প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করেন।
সাংবাদিকদের দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় সার্বিক সহযোগিতায় ছিলেন তিতাস আলম,দৈনিক সময়ের আলোর রংপুর বিভাগীয় প্রধান লিটন পারভেজ, সেক্রেটারি প্রেসক্লাব কালিগঞ্জ হায়দার আলী বাবু,দৈনিক কালের কন্ঠ ও এনটিভি লালমনিরহাট জেলা প্রতিনিধি।
Leave a Reply