সুকুমার রায়, কাহারোল : দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে গ্রামগুলোকে শহরে পরিণত করা হচ্ছে। এর মানে এই নয় যে, গ্রামের ঐতিহ্য নষ্ট হচ্ছে। স্মার্ট বাংলাদেশে গ্রামের মানুষও যেন শহরের মত সকল সুবিধা ভোগ করে স্মার্ট ভাবে জীবন যাপন করতে পারে এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য।
তিনি বলেন, গ্রামের মানুষ খরায় যেন জল কষ্ট না পায় সেজন্য সমগ্রদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনিয়ন পর্যায়ে এই প্রকল্প বাস্তবায়নের ফলে মানুষের জল কষ্ট দূর হচ্ছে। গ্রামকে শহরে পরিণত করবার শেখ হাসিনার উদ্যোগের এটাও একটি প্রক্রিয়া। যা আগামীতে স্মার্ট বাংলাদেশ গঠনে আরও একধাপ যোগ হলো।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি ২০২৩) কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম কাজের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি এই কাজের ভিত্তিপ্রস্তর ফলক উম্মোচন করেন।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ. এন. মো. নাইমুল এহসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি আক্তার, ইউনিয়ন চেয়ারম্যান সত্যজিৎ রায়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুস সালাম প্রমুখ।
Leave a Reply