কোটালীপাড়া প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার রাত ১২টা ১মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর সকাল ৭টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। প্রভাতফেরিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, কোটালীপাড়া থানার (ওসি, তদন্ত) আশরাফ উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ইউএনও ফেরদৌস ওয়াহিদ বলেন, বাংলা মায়ের দামাল সন্তান যারা জীবনের পরোয়া না করে আমাদেরকে বাংলা ভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সালাম জানাচ্ছি।
তিনি আরো বলেন, ‘ভাষা শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়ে তুলতে চাই এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের হাতকে শক্তিশালী করে ডিজিটাল দেশ বিনির্মাণে কাজ করতে চাই।’
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
Leave a Reply