লালমনিরহাট থেকে মো.হাসমত উল্ল্যাহ,
লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলার সমতা মদাতী ফেডারেশন কতৃর্ক আয়োজিত এবংবাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে মোবাইল সার্ভসিং উপকরন ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিন মসতা মদাতী ফেডারেশন কেন্দ্র গত ১৬নবেম্বর অনুষ্ঠিত হয়। সমতা মদাতি ফেডারেশনের সভাপতি বাবু রাম রায়ের সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের প্রশিক্ষণ গ্রহন করা এবং পরবর্তীতে তাদের আত্ম কর্মসংস্থান সৃষ্টিসহ জীবনের মান উন্নয়নের বিভিন্ন দিক পর্যালোচনা করে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি মদাতী ইউ পি সদস্য আবুল কালাম আজাদ,বিশেষ অতিথি কালীগঞ্জ রির্পোটার্স ক্লাব সভাপতি মোকলেছুর রহমান টুকু,এ এম রথবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বিপ্লব,ফেডারেশনের সদস্য আবুল হোসেেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপারভাইজার মানিক চন্দ্র অধিকারী। এ সময় অন্যান্যের মধ্যে সেক্রেটারি প্রাণ কৃষ্ণ রায়, কোষাধক্ষ্য আব্দুল গফুর, তুষার রায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য অনুষ্ঠানের দ্বিতীয় ব্যাচের ১১ জন করে মোট ২২জন প্রশিক্ষনার্থীকে মোবাইল সার্ভিসিং উপকরণ ও সনদ প্রদান করা হয়। প্রতিটি দেশকে চার মাস করে প্রশিক্ষণ দেওয়া হয়। এদিকে একই দিনে সমতা মদাতি ফেডারেশনের জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অনুদান হাঁস পালন প্রকল্পের দুস্থদের মাঝে হাস বিতরণ করা হয়। অনুষ্ঠানে ফেডারেশনের সকল সদস্য প্রশিক্ষণার্থী সহ বহুসংখ্যক সুদি উপস্থিত ছিলেন।
Leave a Reply