স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার আসন্ন নির্বাচন উপলক্ষে এক নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী মিজানুর রহমান শেখ (৪৫) এর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মিজানুর রহমান উপজেলার মাঝবাড়ী গ্রামের আক্কাস আলী শেখ এর ছেলে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে এলাকার জামাল হোসেন শেখের বাড়ীতে এ উঠান বৈঠক আয়োজন করেন এক নং ওয়ার্ডবাসী। ডহরপাড়া গ্রাম ঘিরে পৌরসভার এক নং ওয়ার্ড গঠিত। উক্ত ওয়ার্ডে নারী-পুরুষ মিলে ভোটার সংখ্যা রয়েছে প্রায় এক হাজার। উক্ত উঠান বৈঠকে কাউন্সিলর পদপ্রার্থী জনদরদী গরিবের বন্ধু তরুন সমাজ সেবক বিনয়ী সদালাপী ওয়ার্ডবাসীর প্রানপ্রিয় ব্যাক্তিত্ব স্নাতক ডিগ্রি পাশ কোটালীপাড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেখ সকলের দোয়া আশির্বাদ ও সহযোগীতা কামনা করে বলেন- এক নং ওয়ার্ডের জন সাধারনের সাথে আমার আত্মার সম্পর্ক, তাহারা ভোট দিয়ে আমাকে কাউন্সিলর
নির্বাচিত করলে আমি ওয়ার্ডকে- জঙ্গি সন্ত্রাস মাদক বাল্য বিবাহ ইভটিজিং ও দুর্নীতি মুক্ত ওয়ার্ড হিসেবে গডে তুলব, সেই সাথে শিক্ষার মান উন্নয়নে আপ্রান চেষ্টা চালিয়ে যাব, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করনের মধ্য দিয়ে সব বাধা পেরিয়ে এক নং ওয়ার্ডকে একটি স্মার্ট ওয়ার্ড করে গড়ে তুলব।
উক্ত সভায় সভাপতিত্ব করেন আব্দুল মজিদ মৃধা। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী আঃ মালেক সরদার। এ সময় বক্তব্য রাখেন- মাওলানা আনসার উদ্দিন, মোশারফ হোসেন শেখ, গোলাম মর্তুজা শেখ, শিরাজুল ইসলাম সরদার, আঃ আজিজ, পঞ্চানন দাস, আঃ জলিল শেখ, মিলন হাওলাদার, ইলিয়াস হোসেন, ফরিদুজ্জামান শেখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মিজানুর রহামান মোল্লা, জামাল হোসেন শেখ, হান্নান শেখ, নুরুদ্দিন শেখ, মরন দাস, নুরুল ইসলাম শেখ, বিমল দাস, বাচ্চু হাজরাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ । সবশেষে নমিনেশন পেপার উপস্থিত সকলের হাতে দিয়ে দোয়া চান মিজানুর রহমান।
Leave a Reply