মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলার দবির উদ্দিন মোল্যা তার নামে মিথ্যা তথ্য পরিবেশনের দায়ে মানহানির অপরাধে যশোরের বিজ্ঞ সিনিঃ জুডিঃ ম্যাজিস্ট্রেট এর আমলী অভয়নগর আদালতে একটি মান হানির মামলা তায়ের করেছেন।মামলা নং সি আর ৭২/২৩, ধারা ৫০০,৫০১।
মামলার আসামী একই এলাকার জাহাঙ্গীর আলম। মাসলা সূত্রে জানাগেছে গত ইং ২২/১/২৩ তারিখ রবিবার রাত ১২টার পরে ১নং আসামীর বাড়ীতে হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। রাতে ১০-১২ জন দূর্বত্ত বাড়ীতে এসে ভাংচুর করে এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এ সময় এলাকার লোকজন শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছিয়ে তাদেরকে ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। জানা যায় একই এলাকার আশরাফ এর কাছ থেকে এক বছর আগে বারো লাখ টাকা দিয়ে ৬৭ শতক জমি ক্রয় করে জাহাংগীর আলম।
তবে সেই জমি ওয়ারেশসূত্রে নিজেদের দাবী করে দখলে যেতে বাঁধা দেয় একই গ্রামের মৃত আরোব আলীর ছেলে আনজার ও তার মামা যোগাদী গ্রামের দবির উদ্দিন মোল্যা। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জানায়। ১নং স্বাক্ষী পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি আসামী বিভিন্নভাবে ছলচাতুরী, জাল জালিয়াতি, আইনের বহির্ভূতভাবে দখল করিবার জন্য বিভিন্নভাবে দখলে নিতে পায়তারা করিতে থাকে। আসামী মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন কাহিনী সাজাইয়া গত ইং ২৪/১/২৩ তারিখে দৈনিক নওয়াপাড়া পত্রিকায় বাদী সহ ১নং স্বাক্ষীর নামে মিথ্যা সংবাদ প্রকাশিত করে। আসলে উক্ত বাদী কখনও ১নং আসামীর বাড়ীতে যাইয়া হামলা এবং ভাংচুরের কোন ঘটনা ঘটায়নি। গত আরজী বর্ণিত ঘটনার তারিখ, সময় ও স্হানে বাদী সহ ১নং স্বাক্ষী উপস্থিত হইলে বাদীর এলাকার লোকজন পত্রিকায় বাদী ও ১নং স্বাক্ষীর প্রকাশিত মিথ্যা খবরের কারণে বাদীকে ও ১নং স্বাক্ষী হেয়প্রতিপন্ন হতে হয় এবং এলাকাবাসী বাদীর এবং ও ১নং সাক্ষীর পরিবারের সদস্যদেরকে খারাপ ভাবিতে থাকে।
এতে বাদীর এবং ১নং স্বাক্ষীর পরিবারের সদস্যদের সমাজে মানসম্মান ক্ষুন্ন হয়। সাক্ষীরা সমস্ত ঘটনা জানে। আসামী এইরূপ বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও কথিত বা পাঠের জন্য অভিপ্রেত শব্দাবলী বা চিহ্নাদি বা দৃশ্যমা কল্পমূর্তির সাহায্যে কোন ব্যক্তির সম্পর্কিত কোন নিন্দাবাদ প্রণয়ন বা প্রকাশ করে যাহাতে ব্যক্তির সুনাম নষ্ট করে এবং মানহানি করে এবং উক্ত মিথ্যা বিষয় জানা সত্বেও বা মানহাননিকর বলে পরিচিত বিষয় মদ্রন বা খোদাই করিয়া দন্ড বিধির ৫০০/৫০১ ধারার অপরাধ সংঘটন করিয়াছে। স্থানীয় ভাবে আপোষ মিমাংসার চেষ্টায় ব্যর্থ হইয়া মামলা করিতে সামান্য বিলম হইল । অত্রসাথ পত্রিকার ফটোকপি দাখিল করা হইল । বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ওসি অভয়নগর থানাকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।
Leave a Reply