সেলিম শেখ, ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাটে প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ উপলক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্ত¡রে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।
উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশীষ কুমার নন্দী। এলপি উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথি সরকারের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাশ, সরোজ কুমার রায়, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু, আট্টাকা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি ফকির কওসার আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
Leave a Reply