মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া বাজার সংলগ্ন মহাকাল গ্রামের মৃত- আকবর আলী গাজীর ছেলে প্রবাসী মোঃ হাসান গাজীর বিরুদ্ধে তার স্ত্রী চেঙ্গুটিয়া বাজার সংলগ্ন মহাকাল গ্রামের লুৎফর রহমান খাঁ এর মেয়ে তহমিনা বেগমের সাথে প্রতারণা ও মারপিট করার কারণে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
বাদি ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চেঙ্গুটিয়া বাজার সংলগ্ন মহাকাল গ্রামের মৃত আকবার আলী গাজীর ছেলে মোঃ হাসান গাজী’র (৫৫), সাথে বাদির আনুমানিক ২৫ বছর আগে ইসলামি শরীয়া মোতাবেক বিয়ে হয়। সংসারে তাদের তম্বী (২২), ঈমন গাজী (১৯) নামে দু’টি সন্তান রয়েছে। বিয়ের ৫ বছর পর বিবাদী জীবিকার তাগিদে বিদেশে চলে যান। প্রায় ৭ মাস আগে বিবাদী বিদেশ থেকে বাড়ীতে এসে তার ও ছেলে-মেয়ের সাথে খারাপ আচরণ করতে থাকে। বিবাদী দুশ্চরিত্রের ব্যক্তি। সে বিদেশ থেকে বাড়ী এসে উপজেলার প্রেমবাগ এলাকার তার পিতার বাড়ীতে বেড়াতে যায়। বাদি আরো জানান, তার ছোট চাচা মুনসুর রহমান খাঁ (৫২) এর মেয়ে আফরিন মিম (১৮) কে ফুসলিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
এক পর্যায়ে বিবাদী ১ মাস আগে তার চাচাতো বোনকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে বিয়ে করে। বিয়ের বিষয় জানাজানি হলে তার চাচা তার মেয়ে কে বাড়ীতে নিয়ে আসে এবং বিবাদীর সাথে তালাক করায়। তার চাচাতো বোন আফরিন মিম (১৮) বিবাদীকে তালাক দেয়ার পর হতে বিবাদী তাকেসহ ছেলে-মেয়ের উপর ক্ষিপ্ত হয়ে রয়েছে। এর সুত্র ধরে বিবাদী গত ২ ফেব্রুয়ারি তারিখ আনুঃ বিকাল ৫.০০ সময় বাড়ীতে এসে তাকেসহ ছেলে-মেয়ে কে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেয়।
বাদি বিবাদির কাছে অকথ্য ভাষায় গালিগালাজ করার ও প্রাননাশের হুমকি দেয়ার কারণ জানতে চাইলে বিবাদী তার উপর চড়াও হয়ে এলোপাতাড়ী ভাবে কিল, ঘুষি, লাথি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে।তার ছেলে ও মেয়ে আমাকে বিবাদীর হাত থেকে রক্ষা করতে গেলে বিবাদী ছেলে কে হত্যার উদ্দেশ্যে গলাটিপে ধরে এবং মেয়ের পিঠে লাথি মারলে সে মাটিতে পড়ে যায়। এতে ছেলে ও মেয়ে গুরুতরভাবে আহত হয়। বিবাদী ঘরে থাকা একটি শাবল দিয়ে আমার ছেলের বুকে আঘাত করে গুরুতর আহত করে।
এ বিষয়ে মোঃ হাসান গাজী অভিযোগ অস্বীকার করে বলেন, দীর্ঘদিন প্রবাসে থেকে আমার স্ত্রী’র কাছে ১১লাখ টাকা দিয়েছি, সে সেই টাকা তার পিতার কাছে দিয়ে আত্মসাৎ করেছে। আমার গচ্ছিত টাকা চাওয়ায় ছেলেকে দিয়ে প্রকাশ্যে সন্ত্রাসী ভাড়া করে হত্যা করার চেষ্টা করেছে এবং আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। স্ত্রী রেখে চাচাতো শালিকে বিয়ে করার কথা সাংবাদিকদের কাছে স্বীকার করে বলেন, ইসলামি শরিয়ত আইনে আমি বিয়ে করেছি। এতে আমার অপরাধ কি?
এব্যাপারে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত চলছে, সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply