মোঃ সবুজ মিয়া, বগুড়া: বগুড়ায় এবার পিঁয়াজের ভোক্তারা স্বস্থির নিঃশ্বাস ফেলেছে। প্রতি বছর পিয়াজ নিয়ে হৈহৈ রৈরৈ কান্ড ঘটলেও এবছর সেটা হয়ে উঠেনি। চলতি রমজান মাসে বগুড়ায় পিয়াজ বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি। যেখানে এক সময় ১০০ টাকায় এক কেজি পিয়াজ কিনতে হয়েছে। এবার সেখানে ১০০ টাকায় মিলছে ৫ কেজি পিয়াজ।
জানা গেছে, বগুড়া শহরের ফতেহ আলী বাজার, রাজা বাজার, মালতীনগর, বউ বাজার, চেলোপাড়া, বনানীহাটসহ সব খানেই এবার পিয়াজের দাম নিয়ে ক্রেতা, বিক্রেতা ও ভোক্তাদের মধ্যে একরকম স্বস্থি বয়ে যাচ্ছে। পিঁয়াজ এর দাম নিযে বগুড়ার বাজারে আর কারো নাভিশ্বাস উঠছে না। পিঁয়াজ নিয়ে ততটা মাতামাতিও নেই। নীরবেই ভোক্তারা কিনে নিয়ে যাচ্ছে।
বগুড়ার রাজা বাজারের পিয়াজ ক্রেতা রনজু ইসলাম জানান, গত কয়েকদিন আগেও পিয়াজের দাম ছিল বেশ চড়া। এখন পিয়াজ এর দাম কমে এসেছে। আবার দেখা যাবে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ি হঠাৎ করে বাজারে সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে ফেলেছে। সরকারিভাবে এ বিষয়ে কড়া মনিটরিং হলে দাম সহজে বাড়বে না।
বগুড়া রাজাবাজারের পিয়াজ ব্যবসায়ি শ্রী পরিমল জানান, পিয়াজ এর আমদানি বেশি হওয়ার কারনে বাজারে পিয়াজ এর দাম কম। দেশে পিয়াজ এর ফলন ভালো হয়েছে। একই সঙ্গে বাজারে সরকারিভাবে মনিটরিং হচ্ছে। সব মিলিয়ে বাজারে এখন পিয়াজের দাম কম।
Leave a Reply