মোঃ সবুজ মিয়া, বগুড়া : নানা কর্মসূচির মধ্যে দিয়ে বগুড়ায় বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বগুড়া জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে সোমবার সকাল ১০টায় এক বর্নাঢ্য র্যালি শহর প্রদক্ষিন করে। ভূগর্ভস্থ পানি অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব প্রতিপাদ্য নিয়ে বিশ্ব পানি দিবসে বগুডায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বগুড়ার আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলার অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট সালাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদসহ পানি উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপরদিকে জেলার সারিয়াকান্দি উপজেলাতেও বিশ্ব পানি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ়্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম।
Leave a Reply