মোঃ সবুজ মিয়া, বগুড়া : বগুড়া শহরের সাতমাথায় মুজিব মঞ্চে রাতে ৫১টি ফানুস উড়িয়ে জয় বাংলার জয়োৎসবের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক জিয়াউল হক। বাংলার মুখ বগুড়া জেলা শাখা আয়োজিত বাংলার জয়োৎসবে সভাপতিত্ব করেন সংগঠনের পৃষ্ঠপোষক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
বিকেল সাড়ে ৫টা থেকে জয় বাংলার জয়োৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বাংলার মুখ বগুড়া জেলা শাখার শিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন। জয় বাংলার জয়োৎসবে ১১ জন গুণিজনকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা গুণিজনদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, জয় বাংলা এখন বাংলার আপামর মানুষের শ্লোগান। সেই জয় বাংলা শ্লোগান নিয়ে বাংলার মুখ আয়োজিত জয় বাংলার জয়োৎসব সত্যি প্রশংসনীয় উদ্যোগ। জয় বাংলা এমন এক শ্লোগান, যে শ্লোগানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাঙালি জাতি এক হয়ে স্বাধীনতার সংগ্রামে যোগ দিয়েছিল। মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত হয়েছিল আমাদের দেশ। সেই দেশের মানুষের শ্লোগান জয় বাংলা। জয় বাংলা এখন আমাদের জাতীয় শ্লোগান।
জয় বাংলার জয়োৎসবের আহ্বায়ক ও বাংলার মুখ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান মুনের পরিচালনায় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply