1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফেনীর চরে হবে বীজ বর্ধন খামার, বছরে ২৪২৭ টন উৎপাদনের লক্ষ্য - Bangladesh Khabor
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই কোটি টাকায় নিবন্ধন পেয়েছে ডেসটিনির আম জনগণ পার্টি, অভিযোগ তারেকের নির্বাচন নিয়ে ‘মুখে কুলুপ’, রাজশাহীর প্রশংসায় পঞ্চমুখ চট্টগ্রাম বন্দরে বিদেশি ব্যবস্থাপনা কেন প্রয়োজন, জানালেন নৌপরিবহণ উপদেষ্টা হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই: মির্জা ফখরুল একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত, তাই নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে হবে : এসএম জিলানী ‘রাগিব চৌধুরী এমপি হলে অত্যাচারে মিরপুরের মানুষ টিকতে পারবে না : শহিদুল ইসলাম সোনারগাঁয়ে বিএনপি নেতা সেলিম ভুঁইয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ দেশের ককপিটে তরুণদের বসাতে চাই : জামায়াত আমির ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল ফেব্রুয়ারিতে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: প্রেস সচিব

ফেনীর চরে হবে বীজ বর্ধন খামার, বছরে ২৪২৭ টন উৎপাদনের লক্ষ্য

  • Update Time : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ২১১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: খাদ্য নিরাপত্তায় ফেনীর চরে প্রতি বছর দুই হাজার ৪২৭ মেট্রিক টন বীজ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বীজ বর্ধন খামার স্থাপন প্রকল্পের আওতায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪৩৮ কোটি ৯৩ লাখ টাকা।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) চলতি সময় থেকে ২০২৫ সালের ডিসেম্বর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে। ইতোমধেই একনেক সভায় প্রকল্পটি চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে। প্রকল্প এলাকা ফেনীর সোনাগাজী উপজেলা।

প্রকল্পের উদ্দেশ্য: দেশের খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন ও উপকূলীয় মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে এ প্রকল্প নেওয়া হয়েছে। এর অধীনে উপকূলীয় ফেনী জেলার সোনাগাজী উপজেলার চরাঞ্চলে ৬২৬ দশমিক ৩৯ একর জায়গায় বীজ বর্ধন খামার স্থাপন করা হবে। চরাঞ্চলে শস্য বিন্যাস ও শস্য নিবিড়তা বৃদ্ধির মাধ্যমে ধান ও অন্যান্য ফসলের প্রতিকূল পরিবেশ সহিষ্ণু এবং উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন এর অন্যতম উদ্দেশ্য। এ প্রকল্পের মাধ্যমে জনপ্রিয় স্থানীয় জাতের বিশুদ্ধকৃত দুই হাজার ৪২৭ মেট্রিক টন বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর ফলে মানসম্পন্ন বীজ ব্যবহার, মাঠ প্রদর্শনী এবং প্রশিক্ষণের মাধ্যমে চাষাবাদ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধি করে গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

প্রধান কার্যক্রমসমূহ: ৬২৬ দশমিক ৩৯ একর ভূমি অধিগ্রহণ এবং ১৮ একর ভূমি উন্নয়ন করা হবে। এছাড়া বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ বিষয়ে কৃষক, বীজ ডিলার ও সংশ্লিষ্ট কর্মচারীদের (৬৫০ জন) প্রশিক্ষণ প্রদান ও ৫৮৫টি মাঠ প্রদর্শনী আয়োজন করা হবে। প্রকল্পের অধীনে ২২৬টি খামার যন্ত্রপাতি, দুই হাজার ৩৬০টি বীজ সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি, ৪২টি আবহাওয়া সংক্রান্ত যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহ, ১৫১ বর্গমিটার গার্ডরুম, কর্মচারী/শ্রমিকদের জন্য ১৫৫ বর্গমিটার টিনশেড আবাসিক ভবন নির্মাণ করা হবে। এছাড়াও এক হাজার ৩৯২ বর্গমিটার অফিস ভবন নির্মাণ, এক হাজার বর্গমিটার বীজ গুদাম, ট্রানজিট গুদাম, ৩০০ বর্গমিটার ক্লিনিং কাম গ্রেডিং মেশিন রুম, ২০০ বর্গমিটার উপকরণ সংরক্ষণাগার নির্মাণ, চার হাজার ৮০০ বর্গমিটার সানিং ফ্লোর, এক হাজার ৬০২ বর্গমিটার কাভার্ড থ্রেসিং ফ্লোর, এক হাজার ২০০ বর্গমিটার ওপেন থ্রেসিং কাম সানিং ফ্লোর, ১০০ বর্গমিটার ভার্মি কম্পোস্ট উৎপাদন শেড ও ৬০০ বর্গমিটার গোশালা নির্মাণ করা হবে।

প্রকল্পের অধীনে ৫৫ দশমিক ৫১ বর্গমিটার জেনারেটর রুম ও সাবস্টেশন, ১১০ দশমিক ৯৬ বর্গমিটার মসজিদ ও ধর্মীয় শিক্ষাকেন্দ্র নির্মাণ, ২৯ হাজার বর্গমিটার প্রবেশ রাস্তা, ১৪ হাজার ৮০০ বর্গমিটার অভ্যন্তরীণ রাস্তা, ১১ হাজার ৬০০ বর্গমিটার হেরিং বোন রাস্তা ও ৩৯ হাজার ২৩০ বর্গমিটার মাটির রাস্তা নির্মাণ, পাঁচ হাজার ২৫০ মিটার সীমানা প্রাচীর দেওয়া হবে। একই সঙ্গে ৭ হাজার বর্গমিটার কাঁটাতারের বেড়া, ৫৬ দশমিক ৪১ বর্গমিটার প্রধান গেট ও ১৬৬ দশমিক ৫৩ বর্গমিটার অভ্যন্তরীণ নিরাপত্তা গেট নির্মাণ করা হবে।

এছাড়াও ৫টি বক্স কালভার্ট, ২৬টি ক্যাটল ক্রসিং ও ৭টি স্লুইস গেট নির্মাণ, বিভিন্ন ধরনের সেচ অবকাঠামা নির্মাণ, বিভিন্ন ধরনের নলকূপ স্থাপন, গভীর নলকূপ/অগভীর নলকূপ/লো-লিফ্ট পাম্প/ডাবল লিফ্ট পাম্প এবং হেডার ট্যাংক/হ্যান্ড টিউবওয়েল/স্প্রিংকলার ইরিগেশন স্থাপন করা হবে।

প্রকল্পটি অনুমোদনের পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বীজ উৎপাদনে বিএডিসির সক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়া দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলায় প্রতিকূল পরিবেশ সহিষ্ণু, স্বল্প মেয়াদি, উচ্চ ফলনশীল ও জলবায়ু অভিযোজনশীল বীজ কৃষক পর্যায়ে বিতরণ জোরদার করা সম্ভব হবে। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধিসহ খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION