1. [email protected] : Azmanur Rahman : Azmanur Rahman
  2. [email protected] : Editor Section : Editor Section
  3. [email protected] : Md Abu Naim : Md Abu Naim
  4. [email protected] : support :
আত্মত্যাগকারী সদস্যদের স্মরণে নির্মিত ‘পুলিশ মেমোরিয়াল’ উদ্বোধন - Bangladesh Khabor
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন

আত্মত্যাগকারী সদস্যদের স্মরণে নির্মিত ‘পুলিশ মেমোরিয়াল’ উদ্বোধন

  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৭ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক:  কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের সম্মানে নির্মিত পুলিশ মেমোরিয়ালের উদ্বোধন করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। রোববার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর-১৪ নম্বরে পুলিশ স্টাফ কলেজ কম্পাউন্ডে এ মেমোরিয়ালের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে বিভিন্ন সময়ে কর্তব্যরত অবস্থায় জীবন দেওয়া সদস্যের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়ায় অংশ নেন আইজিপি।

পরে পুরো পুলিশ মেমোরিয়াল ভবন পরিদর্শন করেন তিনি। এসময় অতিরিক্ত আইজিপি ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বিভিন্ন দেশে কর্তব্যরত অবস্থায় পুলিশসহ বিভিন্ন বাহিনীর জীবন দেওয়া সদস্যদের স্মরণ করা হয়। এজন্য সেসব দেশে মেমোরিয়াল নির্মাণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ল’ এনফোর্সমেন্ট অফিসার্স মেমোরিয়াল, ন্যাশনাল গার্ড মেমোরিয়াল মিউজিয়াম, এয়ারফোর্স মেমোরিয়াল, জার্মানিতে সোভিয়েত ওয়ার মেমোরিয়াল, অস্ট্রেলিয়ায় রয়েছে ন্যাশনাল পুলিশ মেমোরিয়াল, ভিয়েতনামে ওয়াল মেমোরিয়াল, ফ্রান্সে ডব্লিউ ডব্লিউ ২ মেমোরিয়াল, সিঙ্গাপুরে পুলিশ হেরিটেজ সেন্টার, ভারতে মেমোরিয়াল দিল্লি রয়েছে। এমন ধারণা থেকেই বাংলাদেশ পুলিশের ১৯৯৩ সাল থেকে বর্তমান পর্যন্ত সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষের কারণে এবং কর্মরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের সম্মান জানাতে বাংলাদেশ পুলিশ ২০১৭ সাল থেকে ১ মার্চ মেমোরিয়াল-ডে পালন করছে।
প্রতি বছর মেমোরিয়াল-ডে তে ওই বছরে মৃত ব্যক্তিদের পরিবার এর উপস্থিতিতে সম্মান প্রদর্শন করা হয়। মেমেরিয়াল-ডে পালন করার জন্য ইতোপূর্বে রেপলিকা স্মৃতি তৈরি করে পালন করা হয়েছে। জেলা/ইউনিটে একই দিনে রেপলিকা স্মৃতিস্তম্ভ তৈরি করে মেমেরিয়াল-ডে পালন করা হচ্ছে।
বিভিন্ন দেশের বিদ্যমান স্মৃতিস্তম্ভ পর্যালোচনা করে বাংলাদেশ পুলিশ ২০১০ সালে স্থায়ী দৃষ্টিনন্দন স্মৃতিজ্ঞ নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় নকশা প্রণয়ন ও সাইট নির্ধারণ করে ২০১৯ সালে নির্মাণকাজ শুরু হয়।
মেমোরিয়াল টাওয়ারের গ্লাসসমূহ দিনের বেলায় টাওয়ার ভেদ করে যাতে আলো প্রবেশ করতে না পারে সেজন্য বেলজিয়ামে নির্মিত ডাবল স্যান্ড ব্লাস্ট গ্লাস ব্যবহার করা হয়েছে। আলোর বিকিরণ যাতে রাতের বেলায় বহুদূর থেকে দেখা যায় সেজন্য বিদেশ থেকে আমদানিকৃত বিশেষ কোণে প্রতিফলিত হয় এমন বিমের লাইট ব্যবহার করা হয়েছে।
এ স্তম্ভের আড্ডারগ্রাউন্ডে ১৯৯৩-২০২১ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশ পুলিশে কর্তব্যরত অবস্থায় নিহত বীর পুলিশ সদস্যদের ডেটা সংরক্ষিত রয়েছে। আশপাশের বিভিন্ন দেশের স্মৃতিস্তম্ভ হতে স্থাপত্যশৈলীর দিক থেকে এটি একটি অন্যতম দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ।
পুলিশ জানিয়েছে, এই স্মৃতিস্তম্ভের প্রাথমিক নকশাকার স্থপতি মো. কামরুল হাসান তন্ময়। ডিটেইল নকশাকার স্থাপত্য অধিদপ্তরের তত্ত্বাবধায়ক স্থপতি নওয়াজীশ মাহবুব। ইন্টেরিয়র নকশাকার স্থপতি ফারিবা সামিয়া মি।
মেমোরিয়াল প্রকল্পের সুবিধাসমূহ
দর্শনার্থীদের জন্য মেমোরিয়াল ভবনে রয়েছে সেন্ট্রাল এসি, লিফট সুবিধা, র্যাম্প সুবিধা, নান্দনিক লাইট সম্বলিত টাওয়ার ৭১, নান্দনিক লাইট সম্বলিত সুবিশাল প্লাজা, নান্দনিক সীমানা প্রাচীর ও গেইট, আধুনিক গ্যালারি ও সাউন্ড সিস্টেম, থিয়েটার হল, ডিজিটাল আর্কাইভ।
অনন্য এ স্থাপত্য নকশায় নির্মিত পুলিশ মেমোরিয়ালের বেদির মোট আয়তন ২৮ হাজার ৩০০ বর্গ ফুট। প্রায় ১৩ কোটি ৬৫ লাখ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের নির্মাণকাজ সমাপ্ত করা হয়েছে। বেদির মাঝখানে মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রহরের সম্মুখযোদ্ধা রাজারবাগ পুলিশ লাইন্সের পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপণসহ মহান মুক্তিযুদ্ধের বছর ৭১ এর অনুসরণে টাওয়ারটির উচ্চতা ৭১ ফুট নির্ধারণ করা হয়েছে। রাতের বেলায় টাওয়ার হতে বিকিরিত আলো বীর শহীদদের কথা স্মরণ করিয়ে দেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION