1. [email protected] : Azmanur Rahman : Azmanur Rahman
  2. [email protected] : Editor Section : Editor Section
  3. [email protected] : Md Abu Naim : Md Abu Naim
  4. [email protected] : support :
সেই গ্রামে এখন মাস্টার্স পড়া যায়: মোস্তাফা জব্বার - Bangladesh Khabor
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন

সেই গ্রামে এখন মাস্টার্স পড়া যায়: মোস্তাফা জব্বার

  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: যে প্রত্যন্ত গ্রামে ষষ্ঠ শ্রেণিতে পড়তে পারিনি, সেখানে এখন মাস্টার্স পড়া যায়। তিন হাজার মানুষের সেই গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এখন ৬-৭ হাজার শিক্ষার্থীদের পদভারে মুখরিত। ২৫ কিলোমিটার পায়ে হেঁটে হোস্টেলে থেকে হাইস্কুল জীবন কাটাতে হয়েছে। এখন সেখানে বিদ্যুৎ, ইন্টারনেট, সড়ক- কী নেই।

এভাবেই নিজ জন্মস্থান খালিয়াজুরীর কৃষ্ণপুর গ্রামের পরিবর্তনের কথাগুলো বলছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীতে ‘মোস্তাফা জব্বার, একাকী এক পর্বতারোহী’ জীবনী গ্রন্থ ও নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকের ‘অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে ডিজিটাল বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জীবনী গ্রন্থটি রচনা করেন লেখক দেবব্রত মুখোপধ্যায় ও প্রকাশ করেছেন প্রকৌশলী মেহেদী হাসান।

বইটির প্রসঙ্গে দেবব্রত মুখোপধ্যায় বলেন, প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বারকে নিয়ে আমার লেখার যাত্রা শুরু। তারপর আবিষ্কার করলাম একজন বীর মুক্তিযোদ্ধাকে। পেলাম একজন সাংবাদিক, নিপুণ নামক পত্রিকার সম্পাদক, ডিজিটাল বাংলা সংবাদ সংস্থা আবাসের সম্পাদক ও চেয়ারম্যানকে। ক্রমেই ক্যানভাসটা বড় হতে দেখেছি।

তিনি বলেন, তাকে পেয়েছি ষাটের দশকে ছাত্রলীগের সক্রিয় রাজনীতিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের প্রথম পথ নাটক ‘এক নদী রক্তের’ নাট্যকারে। জীবনে যত জন বড় মানুষের কাছে গিয়েছি, তার মধ্যে মোস্তাফা জব্বার বৈচিত্র্যময় এক প্রতিভা।

জাতীয় অধ্যাপক একে আজাদ চৌধুরীর সভাপতিত্বে ও নগদের পাবলিক কমিউনিকেশনস প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট কথা সাহিত্যিক, বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, বিশিষ্ট সাহিত্যিক আবৃত্তিকার অধ্যাপক রূপা চক্রবর্তী ও নগদের সিইও তানভির মিশুক।

একে আজাদ চৌধুরী বলেন, কম্পিউটার প্রযুক্তিতে মোস্তাফা জব্বারের অবদান অম্লান হয়ে থাকবে। তার জীবনী থেকে নতুন প্রজন্ম নিজেদের তৈরি করতে অনুপ্রাণিত হবে।

সেলিনা হোসেন বলেন, প্রযুক্তিতে বাংলাভাষাকে বৈশ্বিক ভাষায় রূপান্তরে মোস্তাফা জব্বার একজন নায়ক হিসেবে বিরাজমান থাকবেন।

নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, যাত্রার শুরু থেকেই ডিজিটাল সেবাকে সার্বজনীন করার মাধ্যমে দেশের সব মানুষের জীবনমানের উন্নয়নে ভূমিকা রাখতে সম্মিলিতভাবে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমরা। এই বইয়ের মাধ্যমে আমি একটি বিষয় সবার কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, সেটি হলো ডিজিটাল বিপ্লবের পর এখন আমাদের সময় এসেছে এর সুফল সবার ঘরে পৌঁছে দেওয়ার।

‘মোস্তাফা জব্বার, একাকী এক পর্বতারোহী’ বইটি একুশে বইমেলার ১৭নম্বর স্টলে বাংলাপ্রকাশ প্যাভিলিয়নে পাওয়া যাবে। ‘অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে ডিজিটাল বিপ্লব’ বইটি ৪৩৯, ৪৪০ ও ৪৪১ নম্বর স্টলে পাওয়া যাবে। এছাড়াও বই কেনাকাটার অনলাইন প্ল্যাটফর্ম রকমারি থেকেও সংগ্রহ করা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION