ডেস্ক রিপোর্ট: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি গবেষণার মান বিশ্বে ছড়িয়ে পড়েছে। ইলিশ, ব্ল্যাক বেঙ্গল ছাগল, জলমগ্নতা ও লবণাক্ত সহিঞ্চু ধানের জীবন রহস্য আবিষ্কারসহ হাজারো গবেষণার সাফল্য রয়েছে এ বিশ্ববিদ্যালয়ের। যা বাংলাদেশের খুব কম বিশ্ববিদ্যালয়েই রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়েছেন সারাদেশে। এ বিশ্ববিদ্যালয়ে সত্যিকার অর্থেই অনেক এগিয়ে।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত শিক্ষক সন্ধ্যা অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এ বিশ্ববিদ্যালয় সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল। মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি পাকিস্তানি শত্রু বাহিনীদের বিরুদ্ধে। এটিও এ বিশ্ববিদ্যালয়ের সবার জন্য গর্বের।
মন্ত্রী বলেন, দেশে আরো শিল্প কারখানা তৈরি করা হবে, এর ফলে ছেলেমেয়েদের কর্মসংস্থানের কোন সমস্যা হবে না। বিশ্বের প্রধান চ্যালেঞ্জগুলো হল খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। যেখানে বাংলাদেশ ইতিমধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। মাছ মাংস দুধ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশগুলোর মধ্যে প্রশংসনীয় অবস্থানে আছে। তবে কৃষিকে আধুনিকীকরণ বাণিজ্যিকীকরণ করার জন্য এবং বিভিন্ন খাবারের প্রক্রিয়াজাতকরণের জন্য আমাদেরকে আরো কাজ করে যেতে হবে। বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ শিক্ষকদের বিনীতভাবে অনুরোধ জানান কিভাবে কৃষি প্রক্রিয়াজাতকরণ ও যান্ত্রিকীকরণের মাধ্যমে শিক্ষার্থীদের আরো দক্ষ করে তোলা যায় সে জ্ঞান দেয়ার জন্য ।
ওই অনুষ্ঠানে বছরজুড়ে বাকৃবির যেসব শিক্ষকরা গবেষণায় অবদান রেখেছে শিক্ষক সমিতি তাদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে মূল্যায়িত করে।
তিনি তাদের এই উদ্যোগগুলোকে সাধুবাদ জানিয়ে বলেন, এই উদ্যোগগুলো শিক্ষকদের উৎকর্ষতা বৃদ্ধিতে, তাদেরকে আরও দক্ষ করতে, ভালো শিক্ষক হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করবে। আর এই ধারা শিক্ষকদের প্রতিযোগিতামূলক কাজের মনোভাব তৈরিতেও সাহায্য করবে। বাকৃবি পিএইচডি ও মাস্টার্স প্রোগামের জন্য শিক্ষকেরা কোর্স সিস্টেমে গিয়েছেন। এ উদ্যোগকে তিনি ব্যক্তিগত ও কৃষিবিদ সমাজের পক্ষ থেকে অভিনন্দন জানান।
তিনি বলেন, সারা বাংলাদেশে উচ্চশিক্ষার মান আরো কিভাবে উন্নয়ন করা যায় সেভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাজ করতে হবে। এছাড়াও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষকদের প্রধান ভূমিকা পালন করতে হবে বলেও তিনি জানান।
বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাসের সঞ্চালনায় ও সভাপতি অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে শিক্ষক সন্ধ্যায় বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান।
Leave a Reply