চোট পেয়ে বসেছে সাকিব আল হাসানকে। ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা ম্যাচে সাকিব অনিশ্চিত হয়েছিলেন আগেই। এবার তিনি ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে। বাংলাদেশ দলের একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে।
পরে আজ রোববার, ৩১ অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) খবরটি নিশ্চিত করেছে। বিশ্বকাপে টাইগারদের বাকি দুই ম্যাচে মাঠে পাওয়া যাবে না সাকিবকে। বিসিবি’র চিকিৎসক দেবাশীষ চৌধুরী খবরটি নিশ্চিত করে বলেন, ‘সাকিব বাঁ পায়ের নিচের দিকে আঘাত পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ম্যাচে এই চোট পেয়েছেন তিনি। গ্রেড ওয়ান এই ইনজুরির কারণে বিশ্বকাপে বাংলাদেশের পরের দুই ম্যাচে খেলতে পারছেন না সাকিব।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন সাকিব। সেই ইনজুরি শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়িয়েছে বিশ্বসেরা এ অলরাউন্ডারের জন্য।
Leave a Reply