স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের প্রয়োজনে পুলিশের মধ্যে বিভিন্ন ইউনিট তৈরি হচ্ছে। এর মধ্যে শিল্পমালিক ও শ্রমিকদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে শিল্পপুলিশ। এছাড়া অনেকেই দেশের উন্নয়নের চাকা নানাভাবে বাধাগ্রস্ত করার দিবাস্বপ্ন দেখত। কিন্তু শিল্পপুলিশ মালিক-শ্রমিকের মধ্যে সেতুবন্ধন তৈরি করে সে স্বপ্ন ভেঙে দিয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) আশুলিয়ার শ্রীপুরে শিল্পাঞ্চল পুলিশের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিরাপত্তার সাথে, সমৃদ্ধির পথে’ স্লোগানকে ধারণ করে বিকেল ৪টায় আশুলিয়ার শ্রীপুরে শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-০১ কার্যালয়ে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের পুলিশ অত্যন্ত দক্ষ। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। পুলিশ জনগণের বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। রফতানি পণ্যের ক্ষেত্রে বৈচিত্র্য এসেছে। ১০০টির অধিক দেশে আমাদের ফার্মাসিটিক্যাল পণ্য রফতানি হচ্ছে। একটা সময় গার্মেন্ট সেক্টরের অস্থিরতা আমাদের সবসময় বিচলিত করে রাখত। শিল্পপুলিশের দক্ষতা ও পরিশ্রমের মধ্যদিয়ে সে ভয় দূর হয়েছে।
Leave a Reply