ক্রিকেট ময়দানে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মহাযুদ্ধ। স্নায়ুচাপে ভরা রোমাঞ্চমাখা মহারণ। যেটা আজও প্রমাণ হলো। উত্তেজনা আর উন্মাদনার পারদ উঠা নামা করল। হাইভোল্টেজ ম্যাচের শিহরণ ছুঁয়ে গেল পুরো ক্রিকেট দুনিয়াকে।
তাই তো ১৫১ রানের পুঁজি নিয়েও দাপুটে বোলিংয়ে শুরুর দিকে ভারত জমিয়ে তুললো ম্যাচ। তাতে অবশ্য লাভ হয়নি। মাঝে রান রেট কমে গেলেও হাল ছাড়েনি পাকিস্তানও। একটু একটু করে ম্যাচ বের করে নিয়েছে তারা অবিশ্বাস্য রকমের চমৎকার পারফরম্যান্সে। আসলে রাতটি ছিল পাকিস্তানেরই। যেখানে পাত্তাই পেল না বিরাট কোহলির ভারত। অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় ১৩ বল হাতে রেখে ১০ উইকেটে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল বাবর আজমরা।
ভারতকে হারাতে না পারার দুর্ভাগ্যটা ঝেরে ফেলল পাকিস্তান। বৈশ্বিক টি-টোয়েন্টি আসরে ভারতের বিপক্ষে এই প্রথম জিতল পাকিস্তান।
মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের উদ্বোধনী জুটিতে ভারতকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। রিজওয়ান ৫৫ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৭৯* রানের হার না মানা দুরন্ত এক ইনিংস খেলেন। ৫২ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬৮* রানে অপরাজিত থেকে থেকে যান তার সঙ্গী ক্যাপ্টেন বাবর আজম। দুজনের ব্যাটিং তাণ্ডবে ১৭.৫ ওভারে জয়ের লক্ষ্য ১৫২ রান তুলে ইতিহাস গড়ল বাবরের পাকিস্তান।
তার আগে ম্যাচসেরা শাহীন শাহ আফ্রিদির শুরুর ঝড় সামলে হাইভোল্টেজ ম্যাচে ব্যাট হাসান ক্যাপ্টেন বিরাট কোহলি। রানের দেখা পান রিশব পান্থও। দুজনের ব্যাটের ওপর ভর করে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণের ম্যাচে পাকিস্তানের সামনে ১৫২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ভারত।
Leave a Reply