বাংলাদেশ খবর ডেস্ক,
ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুরে উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে খোদ বিজেপি শিবিরেরও কোনো সন্দেহ নেই। এজন্য যে প্রার্থী অন্য আসনে ৪০ হাজারেরও বেশি ব্যবধানে তৃণমূলের সাধারণ বিধায়কের কাছে হেরেছেন সেই তুলনায় মমতা তো তার কাছে আকাশসমান।
এ নিয়ে তৃণমূল কংগ্রেস ব্যাপক আত্মবিশ্বাসী।
এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও সাবেক মন্ত্রী মদন মিত্র বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে জয়ী হবে। শুধু তাই নয়, তিনি এত ভোটে জয়ী হবেন যে আগামী ৫০ বছর কেউ তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিতে পারবে না। যদি কেউ নির্লজ্জ হয়, তাহলে প্রার্থী দেবে।’
সোমবার দত্তপুকুর ১ নম্বর পঞ্চায়েত এলাকায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে যোগ দেন কামারহাটির বিধায়ক মদন মিত্র এবং তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল।
মদন মিত্র বলেন, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হারেননি। বিজেপি কতটা নোংরা হতে পারে তা আমাদের ধারনা ছিল না। সততা দিয়ে লড়াই করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। তাই ষড়যন্ত্র, নোংরা রাজনীতির মোকাবিলা করতে পারেননি। নন্দীগ্রামের জবাব হবে ভবানীপুর।
এদিন মদন মিত্র আরও বলেন, ‘শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং ভবানীপুরে গিয়েছেন শুনলাম। একে রামে রক্ষে নেই সুগ্রীব দোসর। মন্দিরে গিয়ে প্রণাম করে আসুন।’
তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল বলেন, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এই সাফল্য নিয়েই সারাজীবন বাঁচবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভোটে লড়াই করে তার জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। এই নির্বাচনের পর তাকে রাজনীতি থেকে অবসর নিতে হতে পারে।
তিনি দীপা দাশমুন্সির সঙ্গে প্রিয়াঙ্কার তুলনা টানেন।
সোমবারই ভবানীপুর উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তিনি বলেন, ধর্মের লড়াইয়ে নেমেছি। আমার বিশ্বাস পশ্চিমবঙ্গের মানুষ এবার ন্যায়ের সঙ্গে থাকবে। মুখ্যমন্ত্রী আমার মায়ের বয়সী। তার কাছে গিয়ে বলব দিদি আপনার মেয়ে ভোটে দাঁড়িয়েছে। আমাকে আশীর্বাদ করুন।
Leave a Reply