” বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা মৎস্য দপ্তরে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২১ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ আগস্ট সকাল ১১ টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন – কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ( অতিরিক্ত) মোঃ আনিসুর রহমান প্রধান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওমর ফারুক, মেরিন ফিসারিন্স কর্মকর্তা মোঃ রায়হান চৌধুরী, কোটালীপাড়া রিপোটার্স ক্লাবের সভাপতি মোল্যা মহিউদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু, সাংবাদিক আবুল কালাম মৃধা, সাংবাদিক আবু নাইম শাহ, শাহ আলম মিয়া সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি এবং জেলার মৎস্য উৎপাদন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
Leave a Reply