বাংলাদেশ খবর ডেস্ক,
পথপরিক্রমার প্রায় শেষ দিকেই দাঁড়িয়ে আছে ইউরো ২০২০। ২৪ দল থেকে একে একে ঝরে গেছে ২০টি দল। বিদায় নিয়েছেন পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের মতো শক্তিশালী দল।এখন ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখিয়ে চার দল। ইতালি ও স্পেনের মধ্য দিয়ে শুরু হবে সেই যুদ্ধ। লন্ডনের ওয়েম্বলিতে ইউরোর প্রথম সেমিফাইনালে মুখোমুখি এনরিকে ও মানচিনি।
সুইজারল্যান্ডের বাধা পেরিয়ে সেমিফাইনালের মঞ্চে স্পেন। অন্যদিকে এবারের ইউরোতে দুর্দান্ত ও অপ্রতিরোধ্য আজ্জুরিরা।
কে ফেবারিট? এই প্রশ্নে হেড টু হেড পরিসংখ্যান দেখেও বলা মুশকিল। মুখোমুখি ৩৬ ম্যাচে স্পেনের ১২ জয়, ইতালির জয় ১১টি। ১৩ ম্যাচ ড্র। তেমন একটা পার্থক্য নেই দুই দলে।শেষবার দুদলের ম্যাচ হয় ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে। স্পেন হোম ম্যাচে জয়ী হয় ৩-০ গোলে। ইতালি নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করে।এদিকে সোমবার সেমিফাইনালের পূর্ববর্তী সংবাদসম্মেলনে স্পেনের কোচ লুইস এনরিকের ভূয়সী প্রশংসা করলেন রবার্তো মানচিনি।
তিনি বলেন, ‘ম্যাচটা সহজ হবে না। আমরা জানি যে, আমাদেরকে একটি মহা ধুমধারাক্কা ম্যাচ খেলতে হবে। প্রতিপক্ষ কোচ লুইস এনরিকে যখনই যে দলের হাল ধরেছেন সেই দল ভালো খেলেছে। তিনি একজন দুর্দান্ত কোচ। লুইস বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন বলে এ কথা বলছি না আমি। একজন কোচ যদি তার দলকে ভালোভাবে খেলাতে পারেন, বুঝতে হবে যে তিনি দক্ষ।’
তবে খেলায় স্পেনের কৌশল থেকে অনেকা ভিন্নতা রয়েছে ইতালির। দুই দলকে মেলানো কঠিন। সে কথাই বলতে চাইলেন মানচিনি।‘আমরা ইতালি। স্পেন নই। আমাদের নিজস্ব স্টাইল আছে। আর যাই হোক, আমরা স্পেন হতে পারি না।’
Leave a Reply