সারাদেশে করোনা ভাইরাস এর প্রাদুরভাব বৃদ্ধি পাওয়ায় এবং সেটি নিয়ন্ত্রনে নিয়ে আসার জন্য সরকার কর্তৃক কঠোর বিধিনিষেধ চলমান রয়েছে। পাশাপাশী শহর সহ গ্রামঞ্চলগুলিতে লোকজনের চলাচল বৃদ্ধিও পেয়েছে। তার ধারাবাহিক ৩ জুলাই, শনিবার শেরপুরের বাসস্ট্যান্ড, হাটখোলা রোড,খেজুরতলা,ধনুট মোড় সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট সাবরিনা শারমিন।
অভিযানটি সকাল থেকে শুরু করে বিরতিহীন ভাবে চলে একটানা দুপুর ২ টা পর্যন্ত। এ সময় সরকারি বিধিনিষেধ,সামাজিক দুরত্ব অমান্য করে দোকান ঘর খোলা রাখার দায়ে ও স্বাস্থ্যবিধি না মানায় সেই সকল স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ৭ হাজার ৯০০ টাকা অর্থদন্ড করেন তিনি।
সে সময়ে তার সাথে থেকে সহযোগিতা করেন শেরপুর থানা পুলিশ,বিজিবি ও আনসার সদস্যরা। এ ব্যাপারে শেরপুর উপজেলার সহকারি কমিশনার ভুমি সাবরিনা শারমিন বলেন, সবাইকে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধির দিকগুলি মেনে চলার জন্য সচেতনতা করা হচ্ছে প্রতিদিন। এছাড়াও সরকারি নির্দেশনা প্রতিপালনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply