বগুড়ায় র্যাব ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে একটি লাচ্ছা সেমাই কারখানাসহ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে অভিযানটি পরিচালনা করা হয়। এতে র্যাব-১২ বগুড়ার একটি দলসহ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শাহাদত হোসেন ও ইশরাত জাহান উপস্থিত ছিলেন। অভিযানে ফুলবাড়ি এলাকার ইমাম লাচ্ছা সেমাইকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শহরের বিভিন্ন দোকানে ভোক্তা অধিকার আইনে আরো ৮ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়। র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, র্যাব ও জেলা প্রশাসন অভিযান চালিয়ে মোট ২৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।তিনি আরো জানান, ঈদকে সামনে রেখে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply