বাংলাদেশ কবর ডেস্ক,
খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশ দলের সাদা পোশাকের অধিনায়ক মুমিনুল হক বলেছিলেন, ২০ বছর ধরে টেস্ট খেললেও কোনো উন্নতি হয়নি বাংলাদেশের। তবে মৃত্যুর আগপর্যন্ত তার দল উন্নতি করে যাবে। গোল বলের খেলায় শেখার শেষ নেই।মাস পেরুতে না পেরুতেই ভোল পাল্টালেন টেস্ট অধিনায়ক। বলেলেন, আর শিখতে চান না। এবার টেস্ট জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন।
জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে মুমিনুল হক এমনটাই জানালেন।পরাজয়ের বৃত্ত থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে আসতে চান বাংলাদেশের টেস্ট অধিনায়ক।সাক্ষাৎকারে মুমিনুল বলেন, ‘আমি আর শিখতে চাই না। আমরা গত ২০ বছর ধরে শিখছি। এখন যদি আরও ১০ বছর শিখতে হয়, তাহলে আমাদের ক্রিকেট ক্যারিয়ারই শেষ হয়ে যাবে। এই শেখার পুরো প্রক্রিয়াটাই মূল্যহীন, যদি আপনি জিততে না পারেন।’
শেখার বিষয়টি স্পষ্ট করেন মুমিনুল, ‘আমাদেরকে দ্রুত শিখে তার অনুশীলন মাঠেই করে দেখাতে হবে। আমার কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা যদি আমাদের র্যাং কিং বাড়াতে না পারি তাহলে এই শেখা কিংবা অভিজ্ঞতার কোনো দাম নেই। আমি স্পষ্ট করেই বলতে চাই, আমাদের এখন টেস্ট ক্রিকেট শেখার চেয়ে জেতাটা মূখ্য।’
এ মুহূর্তে দেশে একা একাই অনুশীলন করে যাচ্ছেন মুমিনুল হক। কারণ তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে এখন নিউজিল্যান্ডে অনুশীলনে ব্যস্ত জাতীয় দল। সীমিত ওভারের দলে না থাকায় তামিম বাহিনীতে যোগ দেননি মুমিনুল। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ। সেই সিরিজেই জয় প্রত্যাশী মুমিনুল হক।
Leave a Reply