বগুড়া থেকে মোঃ সবুজ মিয়া,
বগুড়া পৌরসভার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ইভিএমসহ ভোটগ্রহণের সরঞ্জাম। আজ শনিবার বেলা ১২টা থেকে এসব সরঞ্জাম নিয়ে পৌর এলাকার ১১৩টি ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রে যেতে শুরু করেছেন। বেশির ভাগ কেন্দ্রে ইতোমধ্যেই পৌঁছে গেছে সরঞ্জাম।
রোববার সকাল আটটার থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম-এ ভোটগ্রহণ শুরু হবে বগুড়া পৌরসভায়। বিকেল চারটা পর্যন্ত ভোটদানের সুযোগ পাবেন দুই লাখ ৭৫ হাজার ৮৭০ জন ভোটার। নির্বাচনে মেয়র পদে লড়ছেন চারজন আর সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের জন্য প্রার্থী হয়েছেন ১৮০ জন।
রিটার্নিং কর্মকর্তা মো. মাহবুব আলম শাহ আরটিভি নিউজকে জানান, আয়তনে দেশের সবচেয়ে বড় এই পৌরসভায় ইভিএম-এ ভোটগ্রহণ হবে স্থানীয় সরকারের যেকোনো নির্বাচনে ইভিএমর সর্বোচ্চ সংখ্যক ব্যবহার।
নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার ভিডিপি সদস্যরা নিয়োজিত রয়েছে।
পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী শহরে টহল দিচ্ছে। রাত থেকে বিজিবি পৌর এলাকায় টহল দেবে।
Leave a Reply