বগুড়া থেকে মোঃ সবুজ মিয়া,
জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে “বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ প্রতিযোগিতা বর্ণিত আয়োজনে সফল করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া জেলা প্রশাসন ও ১১ পদাতিক ডিভিশনের আয়োজনে ও শিবগঞ্জ উপজেলা প্রশাসনের বাস্তবায়নে আগামী অনুষ্ঠিতব্য ম্যারাথন সম্পন্নের লক্ষ্যে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতিমূলক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মৌলি মন্ডল, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তারক নাথ কুন্ডু, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান, ১২-ই বেঙ্গল ১১ পদাতিক ডিভিশন ওয়ারেন্ট অফিসার মির্জা রঞ্জু আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা সামিউল ইসলাম, শিবগঞ্জ সরকারি এম.এইচ ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ রফিকুল ইসলাম, কিচক ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, ময়দানহাট্টা ইউপি চেয়ারম্যান এসএম রূপ, দেউলী ইউপি চেয়ারম্যান আব্দুল হাই প্রধান, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান তৌফিক, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বঙ্গবন্ধু ম্যারাথন-২০২১ প্রতিযোগিতায় রেজিষ্ট্রেশন করতে সহযোগিতা করবে শিবগঞ্জ উপজেলা প্রশাসন, সকল ইউনিয়ন পরিষদ উদ্যোক্তাগণ। ম্যারাথনে অংশ গ্রহণ করার জন্য প্রতিযোগিকে অবশ্যই ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে বয়স সীমা থাকতে হবে। এছাড়া তার নিজস্ব এ্যান্ড্রয়েট ফোন, ই-মেইল এ্যাড্রেস, মোবাইল ফোনে এমবি থাকা আবশ্যকীয়।
বিনা খরচে এই রেজিঃ কার্য পরিচালনা করা হচ্ছে। উপজেলার মধ্যে সকল স্তরের যুবক এবং উচ্চ মাধ্যমিক, স্নাতক সহ সকল শ্রেণির শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে।
Leave a Reply