বাংলাদেশ খবর ডেস্ক,
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিশ্চিতভাবেই স্পিন-সহায়ক উইকেটে টেস্ট খেলবে বাংলাদেশ। দলে চার বিশেষজ্ঞ স্পিনার রাখা হয়েছে। একই সঙ্গে চূড়ান্ত দলে পেস বোলার রয়েছেন পাঁচজন। ২০ জনের প্রাথমিক দল থেকে দুজনকে বাদ দিয়ে শনিবার ১৮ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে বিসিবি।
ওয়েস্ট ইন্ডিজ একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্ততি ম্যাচে ভালো বোলিং করার পরও চূড়ান্ত টেস্ট দলে নেই পেসার খালেদ আহমেদ। এছাড়া প্রস্তুতি ম্যাচে নেতৃত্ব দেয়া নুরুল হাসান সোহানকেও চূড়ান্ত দলে রাখেননি নির্বাচকরা। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে খেলা দলের ১৬ জনই আছেন। সঙ্গে যোগ হয়েছেন সাকিব আল হাসান ও সাদমান ইসলাম। ওই সময়ে সাকিব ছিলেন আইসিসির এক বছরের নিষেধাজ্ঞায়। সাদমান ছিলেন ইনজুরিতে।
এই দলে টেস্ট অভিষেক না হওয়া ক্রিকেটারের মধ্যে রয়েছেন হাসান মাহমুদ ও ইয়াসির আলী। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেই ওয়ানডে অভিষেক হয়েছে হাসান মাহমুদের। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষেও দলে ছিলেন এই দুই ক্রিকেটার। দুই বাঁ-হাতি স্পিনার সাকিব ও তাইজুলের সঙ্গে রয়েছেন দুই ডানহাতি অফ-স্পিনার নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে আগামী বুধবার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১১ ফেব্রুয়ারি।
টেস্ট সিরিজের দল
তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরি, ইবাদত হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইয়াসির আলী চৌধুরী, সাদমান ইসলাম ও সাকিব আল হাসান
Leave a Reply