বগুড়া থেকে মোঃ সবুজ মিয়া,
করোনাভাইরাসের এক লাখ আট হাজার ডোজ ভ্যাকসিন বগুড়ায় পৌঁছেছে। আজ শুক্রবার সকালে প্রথম পর্যায়ের এই চালান পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজিম। তিনি বলেন, ‘আজ সকালে মোট নয়টি কার্টুনে এক লাখ আট হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। ভ্যাকসিনগুলো এখন জেলা ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়েছে।’
গতকাল থেকে বগুড়ায় ভ্যাকসিন নিতে আগ্রহীদের অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। সিভিল সার্জন জানান, অনলাইনে নিবন্ধনকৃতদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিনগুলো দেওয়া হবে। যারা ভ্যাকসিন দেবেন, আগামীকাল থেকে তাদের চার দিনের প্রশিক্ষণ শুরু হবে।
Leave a Reply