এস.এম দুর্জয়, গাজীপুর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সাংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে এ স্লোগানে-গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিকবৃন্দ,শিক্ষক সমাজ, এনজিও,সামাজিক সংগঠন ও সুধীজনের অংশগ্রহনে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।উক্ত অবহিতকরণ সভা অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলার পুলিশ সুপার মোঃশরিফ উদ্দীন,অতিরিক্ত পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল মেরাজুল ইসলাম,শ্রীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)মোহাম্মদ নাছির আহমদ,মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামানসহ শ্রীপুর উপজেলার প্রশাসনের কর্মকর্তা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক,সাংবাদিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply