গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলা গোপীনাথপুর গ্রাম থেকে এনজিও নামে ঋণ দেওয়া প্রতিশ্রুতি দিয়ে ৮৫০ জন গ্রাহকের থেকে প্রতারণা করে প্রায় ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়া এনজিও মালিক প্রতারক ইসমাইল, মির ও ফরহাদের গ্রেফতার এবং টাকা ফিরে পেতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে ভুক্তভোগীরা। চিপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নামে সাধারণ দরিদ্র মানুষের থেকে নেয় ওই প্রতারকরা।
মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, আমাদের ঋণ দেওয়ার কথা বলে, সঞ্চয় রাখতে বলে চিপ সঞ্চয় ও অনুদান সমবায় সমিতির মালিক ইসমাঈল, মির ও ফরহাদ। পরে আমরা পরিবারের পরিবার নিয়ে ভালো থাকার আশায় ওই এনজিওতে সঞ্চয় রাখি। আমাদের ৮৫০ জন গ্রাহকের রাখা প্রায় ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায় প্রতারক মালিকরা।
এ সময় গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের সাফি বেগম, রেসমা বেগম, মিরাজ খান, শিল্পী বেগম, ইয়াসমিন খানসহ অনেকে বক্তব্য রাখেন।
Leave a Reply