কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ট্রাকের নিচে চাপা পরে মো. মোতালেব মুন্সি (১৯) নামের এক ব্যাটারীচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আবুল বশার (৪০) ও আসাদুল (১৮) নামের আরও দুই যাত্রী।
বৃহস্পতিবার (৮ডিসেম্বর) সন্ধ্যা ৭টার সময় উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ী মসজিদের সামনে বাউফল দশমিনা সড়কের উপর এ ঘটনা ঘটেছে।
নিহত মোতালেব দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের জালাল মুন্সির ছেলে। আহত আবুল বষার একই উপজেলার নওয়াব কাঁচারি এলাকার শামসুল হকের ছেলে ও আসাদুল বগুড়া গ্রামের উমর মাতুব্বরের ছেলে।
প্রত্যক্ষদর্শী মো. হিরণ সরদার জানান, সন্ধ্যা ৭টার দিকে দশমিনা উপজেলা থেকে একটি মালবাহী ট্রাক বাউফলের উদ্দেশ্য যাচ্ছিলো। ওই সময় ট্রাকটি কালাইয়া পঞ্চায়েত বাড়ী মসজিদের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশার সাথে ধাক্কা লেগে ট্রাকের চাকার নিচে যাত্রীসহ পরে যায় মোতালেব। পরে স্থানীয়রা অটোরিক্সার যাত্রীসহ আহত তিনজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নুরজাহান বলেন- হাসপাতালে নিয়ে আসার অনেকক্ষণ আগেই মারা যান মোতালেব। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তী দেওয়া হয়েছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমার জানান, এক্সিডেন্টের বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তকারী কর্মকর্তারা আসলে বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply