নিজস্ব প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঐতিহাসিক ওড়াকান্দি ঠাকুরবাড়িতে মতুয়া সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস, এম জিলানী।
বুধবার (৭ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ- ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস, এম জিলানী ওড়াকান্দি ঠাকুরবাড়িতে গিয়ে মতুয়া নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং মতুয়া সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণের বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচনায় উঠে আসে। মুক্তচিন্তা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে নিজেদের মতামত তুলে ধরেন তারা।
এ সময় গোপালগঞ্জ-২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর, গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এম তৌফিকুল ইসলাম, জেলা বিএনপি নেতা মাহবুব আলী সোহেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা মোঃ ইমরান ইভান আলী, মতুয়া সম্প্রদায়ের নেতা অমিতাভ ঠাকুর, সুব্রত ঠাকুর, পদ্মনাভ ঠাকুর, সম্পদ ঠাকুর, শিবু ঠাকুর, দীনেশ মণ্ডলসহ মতুয়া সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply