কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় আশিক ইসলাম (২১) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি গ্রামীণ ফোন কোম্পানিতে একমাস আগে চাকরিতে যোগদান করেন।
সোমবার (০৫ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়ার মিরপুরে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ভাঙ্গাবটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক ইসলাম কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চৌধুরীপাড়ার মহর চৌধুরীর ছেলে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৮টার দিকে আশিক ইসলাম মোটরসাইকেলযোগে মিরপুর থেকে বাড়ী যাচ্ছিলেন। পথিমধ্যে ভাঙ্গাবটতলা নামক স্থানে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী ড্রাম ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আশিক একমাস পূর্বে গ্রামীণ ফোন কোম্পানিতে চাকরি শুরু করেন।
Leave a Reply