কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলায় সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) পুলিশ সুপারের কার্যালয় সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের তিনি র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
পরে জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ পদোন্নতিপ্রাপ্ত সকলকে সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন, পেশাগত দক্ষতাকে কাজে লাগিয়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও আন্তরিকতার সাথে জনসেবা প্রদানে সচেষ্ট থাকার আহ্বান জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আফতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ জিয়াউল হক সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply