গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলা ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে ৪০০ (চার শত) পিস ইয়াবাসহ এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায়
গোপালগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এস.আই) ফারুক আলমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানার মাজড়া পশ্চিমপাড়া গ্রামের রিজাউল মোল্লার বসত বাড়িতে অভিযান চালিয়ে উঠান থেকে পৃথক দুটি প্যাকেটে রক্ষিত ৪০০ পিস ইয়াবাসহ সজল মোল্লা (২৩) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
সে কাশিয়ানী উপজেলার মাজড়া পশ্চিমপাড়া গ্রামের রিজাউল মোল্লার ছেলে। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে গণমাধ্যমকে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
Leave a Reply