কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার(১জানুয়ারী)বছরের প্রথম দিন সকালে কোটালীপাড়া পাবলিক ইনিস্টিটিউশন মডেল স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্য বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।
এসময় কোটালীপাড়া পাবলিক ইনিস্টিটিউশন মডেল এর প্রধান শিক্ষক শুরেশ দাস,ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি লিয়াকত হোসেন লেবু ও কমিটির অন্যান্য সদস্যরাসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলার ১ নং বাগান উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,তারাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়,কুরপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
Leave a Reply