কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে দেশীয় ওয়ান শুটার গানসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশ।
গোপালগঞ্জ ডিবি শাখার একটি টিম এসআই (নিঃ)/মোঃ ফারুক আলম এর নেতৃত্বে গোপালগঞ্জ সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ৯ টার দিকে মেরী গোপীনাথপুর শরীফপাড়া সাকিনস্থ শরীফ তৌহিদুল হকের নিকট হতে ০১ (এক) টি দেশীয় তৈরী লোহার ওয়ান সুটারগান উদ্ধার করা হয়।
যার বাট ও ব্যারেল সহ দৈর্ঘ অনুমান ৯.৫ (সাড়ে নয়) ইঞ্চি, ওজন অনুমান ৬.১৮ গ্রাম, অবৈধ বাজার মূল্য ৫০,০০০/- টাকা।
আসামী শরীফ তৌহিদুল হক (৪৮), পিতা-মৃত শরীফ আঃ হক, মাতা-মৃত জাহানারা বেগম, সাং – মেরী গোপীনাথপুর (শরীফপাড়া), থানা ও জেলা-গোপালগঞ্জকে গ্রেফতার পূর্বক গোপালগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা (মামলা) প্রক্রিয়াধীন রয়েছে বলে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
Leave a Reply